মজনুর রহমান আকাশ, মেহেরপুর প্রতিনিধি:: ইসরায়েলী পণ্য বর্জন এবং গাজাবাসীর পাশে দাঁড়ানো আহবানের মধ্য দিয়ে, ইসরায়েলী বাহিনীর বর্বরোচিত নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করে প্রতিবাদী নানা স্লোগান দেয়। বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান, ইসলামিক ফাইন্ডেশনের সুপারভাইজার আনসারুল হক ও গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রকিফকুল ইসলাম।
Discussion about this post