স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর (মহানগর) সংবাদদাতা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর এশিয়া পাম্প এলাকায় এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় অরুণ কুমার মল্লিক (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে মহাসড়কের টঙ্গীর এশিয়া পাম্পর সামনে এ ঘটনা ঘটে। অরুণ কুমার টঙ্গীর বড় দেওড়া এলাকার যোগেন্দ্র কুমার মল্লিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত গাড়ি অরুণকে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, এশিয়া পাম্প এলাকায় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। দুর্ঘটনার পর গাড়িটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Discussion about this post