মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর নতুনপাড়া সীমান্তে বিজিবির টহল দল মাদক সহ ভারতীয় ক্যান্সার নিরাময়ের
ঔষধ উদ্ধার করেছে।
বুধবার মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ জীবননগর নতুনপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৬৭ হতে আনুমানিক ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের মোঃ শওকতের পুকুরপাড় হতে নায়েক মোঃ জয়নাল আবেদীন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালায়।এসময় পরিত্যক্ত অবস্থায় ৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে একই এলাকায় পৃথক একটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত
Azacitidine for Injection (100 Mg) ২০ পিচ Vinblastine Sulphate Injection (10Mg) ৫ পিচ সর্বমোট ২৫ পিচ ঔষধ উদ্ধার করে।
Discussion about this post