শেখ মামুনুর রশীদ মামুনঃ নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের নগুয়া বাজারের পল্লী চিকিৎসক হক মিয়া ও একই এলাকার ছোট ভাই শওকত ফকির মঙ্গলবার বিকেলে এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাটি ঘটেছিল মঙলবার বিকেলের দিকে, যখন তারা একটি বাইকে চলাচল করছিলেন। দুর্ঘটনায় তারা দুজনেই গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতদের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে, যাতে তারা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রসঙ্গত, হক মিয়া দীর্ঘ বছর ধরে নগুয়া বাজারে পল্লী চিকিৎসক হিসেবে সেবা প্রদান করে আসছেন এবং এলাকার মানুষের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব।
Discussion about this post