আল আমিন, নাটোর প্রতিনিধি :-বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিন,তাদের বাঁচান। তাদের ভোটের অধিকার দ্রুত ফিরিয়ে দিন।
আজ শনিবার দুপুরে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিগত ফ্যাসিবাদ সরকারের শাসনামলে আহত নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ, দ্রুত নির্বাচন নিয়ে ফ্যাসিবাদ শেখ হাসিনা সাড়ে ১৫ বছর পার করেছেন। নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিন। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে।’
বিএনপির নেতা দুলু আরোও বলেন, ‘আমরা চেয়েছি, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পতন। কিন্তু এ সরকারের বিরুদ্ধে নতুন কোনো রাজনৈতিক দল করার জন্য আমরা রাস্তায় নামি নাই। এ দেশের ছাত্র সমাজ আমাদের অহংকার। তোমরা ভাষা আন্দোলন করে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছো। স্বাধীনতা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। শেখ হাসিনাকে দেশ থেকে সরিয়ে ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়েছো।
তিনি আরও বলেন, ‘কাল যে অস্ত্র পুকুরে পাওয়া গেছে, তা নাটোরের শীর্ষ সন্ত্রাসী শিমুলের। এ অন্ত্র দিয়ে শিমুল নাটোরের বিএনপির নেতাদের গুলি করেছে। তাদের ওপর হামলা করেছে। সেই অস্ত্র পুলিশ উদ্ধার করেছে।
অনুষ্টানে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, সদর থানা বিএনপির আহবায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
Discussion about this post