শেখ মামুনুর রশীদ মামুনঃএবারের ঈদে দেশের সাধারণ মানুষের মধ্যে অর্থনৈতিক সংকট তীব্রতর হয়েছে। বিভিন্ন শ্রেণির মানুষ জানিয়েছেন, তাদের হাতে যথেষ্ট টাকা পয়সা নেই, ফলে ঈদের আনন্দ উপভোগে তারা বাধাগ্রস্ত হচ্ছেন। বাজারের দাম বাড়ানোর পাশাপাশি আয় কমে যাওয়ায় ঈদের কেনাকাটাও অনেকের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।
শহর, গ্রাম সব জায়গাতেই দেখা যাচ্ছে, বাজারে কেনাকাটার জন্য মানুষের মধ্যে উদ্বেগ এবং অসন্তোষ। বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের মধ্যে ঈদ উদযাপন নিয়ে দুশ্চিন্তা আরও বেশি। জামাকাপড়, খাবারদাবার, নতুন পোশাক, এবং অন্যান্য ঈদ উপহার কেনার সামর্থ্য নেই এমন অভিযোগ প্রায় প্রতিটি পরিবার থেকেই শোনা যাচ্ছে।
একজন অভাবী নাগরিক বলেন, “আগের মতো এবার ঈদে আনন্দ করতে পারবো না, হাতে টাকা নেই, কোন কিছু কেনার সামর্থ্য নেই।” অন্য একজন জানান, “প্রয়োজনীয় জিনিসপত্রও কিনতে পারছি না, জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে, ঈদের খরচ কি করে সামলাই?”
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং দেশের অভ্যন্তরীণ সংকটের কারণে সাধারণ মানুষের জন্য ঈদের খুশি এখন যেন দুর্লভ হয়ে পড়েছে। তবে, সরকারের পক্ষ থেকে ঈদ উপলক্ষে কিছু সহায়তা ও প্রকল্প চালু থাকলেও , তা যে পর্যাপ্ত হয়নি, তা স্পষ্ট হয়ে উঠেছে।
ঈদের এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সংকটের প্রতি গভীর দৃষ্টি দেওয়ার আহ্বান জানাচ্ছে সমাজের বিভিন্ন শ্রেণি।
Discussion about this post