ঝিনাইদহ বিশেষ প্রতিনিধি, মোঃ ফজলুল কবির গামা: ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতায় দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেন গণধিকার পরিষদ, ঝিনাইদহ জেলা শাখা। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণআধিকার পরিষদ। সভাপতিত্ব ছিলেন প্রভাষক মোঃ সাখাওয়াত হোসেন, সভাপতি,গণপরিষদ ঝিনাইদহ জেলা শাখা। সঞ্চালনায় ছিলেন ইকবাল জাহিদ রাজন ও মোঃ নাহিদ হোসেন। গণপরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন তার বক্তব্যে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদের প্রতি এবং আহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। অন্যদিকে রাশেদ খান জানান তাদের জনগণ এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিছু দাবি আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো-
সর্বদলীয় সরকার গঠন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন ও ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করা। সে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেছেন,তারা যেন বিদেশ ঘুরা কমিয়ে দেশের বিভিন্ন এলাকায় ঘুরে জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে।
সবশেষে, শহীদদের প্রতি দোয়া করে, দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া মাহফিল শেষ করা হয়।
Discussion about this post