জুলফিকার আলী জুয়েল: ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকায় বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল থেকেই ঈদের ঘরমুখো মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন করতে নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে হাজারো মানুষ ঢাকা ছাড়ছেন গন্তব্যের উদ্দেশ। যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানোর জন্য চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানজট নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা রক্ষায় গাজীপুর হাইওয়ে পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এদিকে মহাসড়কে কয়েকটি পয়েন্টে যাত্রীদের নিরাপত্তা জোরদারে চেক পোস্ট বসিয়েছে হাইওয়ে পুলিশ। তবে এখন যাত্রীদের তুলনায় বাসের সংখ্যা বেশি দেখা যাচ্ছে। গাজীপুর শিল্প অঞ্চল হওয়ার আগামীকাল শুক্রবার মধ্যেই কারখানা গুলো ছুটি ঘোষণা করলেই যাত্রীদের চাপ দিগুন বাড়বে বলে জানিয়েছেন মহাসড়কে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হাইওয়ে পুলিশ জানিয়েছে, যানজট এড়াতে ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন গতকাল বুধবার দুপুর বারোটায় চন্দ্রা ত্রিমোড় এলাকা পরিদর্শন করেন। এ সময় হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। যাত্রীদের সুষ্ঠুভাবে যাতায়াত নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মো. দেলোয়ার হোসেন। যাত্রীদের সহায়তায় চন্দ্রা ত্রিমোড় এলাকায় কয়েকটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে জরুরি পরিস্থিতিতে হেল্পলাইন নম্বর চালু রাখা হয়েছে।
Discussion about this post