জুলফিকার আলী জুয়েল: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বান্নারা কালের ভিটা কবরস্থান থেকে রাতের আধারে একাধিক কবর খুঁড়ে কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। এমন নির্মম ও বিভীষিকাময় ঘটনার কারণে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মৃত স্বজনদের কবর পর্যন্ত নিরাপদ নয়—এমন আশঙ্কায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।বিস্তারিত আরো থাকছে কালিয়াকৈর থেকে আলমগীর হোসেনের প্রতিবেদনে…. গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা কালের ভিটা এলাকায় সম্প্রতি একের পর এক ঘটে যাচ্ছে কঙ্কাল চুরির ঘটনা।এমন ঘটনায় এলাকা জুড়ে বিরাজ করছে আতংক।স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কবরস্থানে যাওয়া কয়েকজন ব্যক্তি দেখতে পান, বেশ কিছু কবরের মাটি খোঁড়া এবং কঙ্কালের বিভিন্ন অংশ উধাও। বিষয়টি জানাজানি হলে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ চোরচক্র গভীর রাতে কবরস্থানে ঢুকে এসব মৃতদেহের হাড়গোড় চুরি করে নিয়ে গেছে।এলাকাবাসীর মধ্যে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, কোনো চোরাচালান চক্র কঙ্কাল পাচার করে বিদেশে পাঠাচ্ছে, আবার অনেকে ধারণা করছেন, তান্ত্রিক বা গোপন ধর্মীয় কর্মকাণ্ডের জন্য এই চুরির ঘটনা ঘটানো হয়েছে। তবে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এমন মর্মান্তিক ঘটনার পরও প্রশাসনের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তোলেছেন এলাকাবাসী। এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, কঙ্কাল চুরির ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। চোরচক্র শনাক্ত করতে স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে এবং প্রয়োজনে কবরস্থানের আশপাশে নজরদারি বাড়ানো হবে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের মতে, কবরস্থানে পাহারার ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে ভবিষ্যতে এমন হৃদয়বিদারক ঘটনা আরও বাড়তে পারে। এলাকাবাসীর আহ্বান, প্রশাসন যেন দ্রুত কার্যকর ব্যবস্থা নেয় এবং মৃতদের কবরের শান্তি ও মর্যাদা রক্ষা নিশ্চিত করে।
Discussion about this post