আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের লালপুরে পাবনা-বনপাড়া মহাসড়কের কদিমচিলান গোধড়া এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাবা ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন।
আজ বৃহস্পতিবার সকাল ৯:৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, বগুড়া সদর উপজেলার কৈপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে শাহারিয়ার শাকিল (৩৫) ও তার দুই বছরের মেয়ে সামাইরা খাতুন।
আহতদের মধ্যে রয়েছে নিহত শাকিলের স্ত্রী আয়শা আক্তার রুনি (২৬) এবং প্রাইভেটকারের অজ্ঞাতপরিচয় চালক।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবা ও মেয়েকে মৃত ঘোষণা করেন। আহত আয়শা আক্তার রুনি পাটোয়ারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আর চালককে পাঠানো হয়েছে নাটোর সদর হাসপাতালে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, যশোর থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটি লালপুরের কদিমচিলান গোধড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটি রাস্তার পাশে থাকা একটি বাবলা গাছে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
Discussion about this post