স্টাফ রিপোর্টার, গাজীপুর :: অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ঈদের পোশাক দিয়েছে ‘মুসাফির ইশকুল’। বুধবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনে শহীদ স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে এসব পোশাক বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠনটি। কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগরে পূর্ব চান্দনা, শান্তিপল্লী ও আশেপাশের এলাকার অর্ধশতাধিক মেয়ে শিশুকে ফ্রক-পায়জামা, থ্রি পিছ এবং ছেলেদের শার্ট-পাঞ্জাবী দেওয়া হয়। ঈদের আগে নতুন পোষাক পেয়ে খুশি সুবিধাবঞ্চিত এসব শিশু।
নতুন জামা নিতে আসা শিশুরা জানায়, ঈদ আর মাত্র কয়দিন পরেই, কিন্তু তাদের পরিবার নতুন কোনো জামা কিনতে পারেনি, তাই এ জামা পেয়ে তারা খুবই খুশি। পোশাক বিতরণের মাধ্যমে শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন মুসাফির ইশকুলের সদস্যরা। অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক অসীম বিভাকর বলেন, এই শিশুদের সাথে আমরা আনন্দ ভাগাভাগি করছি ২০১৬ সাল থেকে। ঈদে নতুন জামা পেলে শিশুদের আনন্দ বেড়ে যায়। তাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে পেরে ভালো লাগছে। মুসাফির ইশকুলকে ধন্যবাদ বাচ্চাদের জন্য এমন আয়োজন করার জন্য।
বিশেষ অতিথি অধ্যক্ষ শহীদুল ইসলাম বলেন, মুসাফির ইশকুল দীর্ঘদিন ধরে এই শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে। তাদের শিক্ষামূলক এই কার্যক্রম সমাজে আরো বেশি প্রয়োজন।
মুসাফির ইশকুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. ইমরান হোসেন বলেন, ২০১৬ থেকে ২০২৫ পর্যন্ত মুসাফির ইশকুলের কার্যক্রম চলমান রয়েছে। আমরা কাজ করে যাচ্ছি সুবিধাবঞ্চিত শিশুদের মুলধারার শিক্ষার সাথে যুক্ত করতে। শিশুদের জন্য মুসাফির ইশকুলের ছোট্ট উপহার ঈদের রঙ্গীন জামা। সকল শিশুর মুখেই হাসি ফুটুক সেই কামনা করছি। এসময় আরো উপস্থিত ছিলেন আয়ুবুর রহমান তৌফিক, তানভীর আহমেদ, তানজিনা ইসলাম জেরিন, হারুন, জোহা, মিজান, সুমাইয়া প্রমুখ।
Discussion about this post