শেখ মামুনুর রশীদ মামুনঃ নেত্রকোনার কৃতি সন্তান ইন্সপেক্টর মোহাম্মদ দুলাল আকন্দ সম্প্রতি শরীয়তপুর জেলার জাজিরা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন। তাঁর যোগদান জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো মজবুত করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় জনগণ।
মোহাম্মদ দুলাল আকন্দ তাঁর সুনিপুণ কর্ম দক্ষতা এবং সততার জন্য পরিচিত। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর নবাগত দায়িত্বে তিনি জাজিরা থানায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনগণের সেবা প্রদান করতে কঠোর পরিশ্রম করবেন বলে জানিয়েছেন।
স্থানীয়রা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ূ ও সফলতা কামনা করেছেন এবং মহান আল্লাহর নিকট তার সহায়তা প্রার্থনা করেছেন।
Discussion about this post