জসিম উদ্দিন রাজিবঃ সোনারগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে উপজেলা প্রশাসনের আয়োজনে নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে নানা কর্মসুচির মধ্যে দিয়ে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকালে সোনারগাঁও উপজেলার ঐতিহাসিক আমিনপুর মাঠে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ,বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, সামজিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সভাপতিত্বে শান্তির নীর পায়রা উড়িয়ে সাকলে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়া উপজেলা শহীদ মজনু পার্কে বিজয় স্তম্বে ও উপজেলা পরিষদ চত্বরে বিজয় স্তম্ভ প্রতিকৃতিতে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নানা কর্মসুচি পালন করে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিকেলে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। অনুষ্ঠানে সকল মুক্তিযোদ্ধাদের মাঝে ফুল দিয়ে সংবর্ধনা জানান এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রত্যেক মুক্তিযোদ্ধার হাতে নিজ হাতে ঈদ উপহার তুলে দেন। অনুষ্ঠান শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া পাঠ করা হয়।
Discussion about this post