স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ঈদ মানেই আনন্দ, মানুষ মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে স্বার্থের গণ্ডি থেকে বের হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন এই একটি দিনে। আল্লাহর সৃষ্টি প্রত্যেকটি মানুষ সমান, সৃষ্টিকর্তা মানুষের মধ্যে মানুষের কোন ভেদাভেদ রাখেনি। তাই ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রত্যেকটি ঘরে ঘরে, ভাগাভাগি করে নিব আমরা সবাই ঈদের আনন্দ। ঈদের আনন্দ থেকে যেন কেউ বঞ্চিত না হয়, সেই চেতনা থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার এক কর্মসূচি গ্রহণ করেন শ্রীপুর পৌর বিএনপি।
শ্রীপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীর সভাপতিত্বে শ্রীপুর উপজেলা অডিটোরিয়ামে প্রায় ২০০ প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী উপহার একটি সুন্দর প্যাকেটের মাধ্যমে বিতরণ করা হয়। এবং সাথে আরো ছিল শাড়ি, লুঙ্গি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এস.এম রফিকুল ইসলাম বাচ্চু, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাংলাদেশ বিএনপি’র কেন্দ্রীয় কমিটি ও ১ নং যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা বিএনপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত মানুষের জন্য এত সুন্দর একটা আয়োজন করেছেন শ্রীপুর পৌর বিএনপি, শ্রীপুর পৌর বিএনপিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত অসহায় মানুষদেরকে আমরা সমাজের বোঝা মনে করি। তাদের উপর সঠিক দায়িত্ব এবং পরিচর্যা করলে এটা আমাদের মনে হবে না।
প্রধান মেহমান, শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাও. এস.এম রুহুল আমিন বলেন, প্রতিবন্ধীদের জন্য আজকে আয়োজন করা হয়েছে একটি মহৎ আয়োজন, এই আয়োজনের মধ্যে জুলাই আন্দোলনে পা হারানো একজন ব্যক্তি আছেন, এবং তিনি আরও বলেন আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর রাষ্ট্র গঠন করব।
শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী তার বক্তব্যে স্পষ্ট ভাষায় বলেন, যারা প্রতিবন্ধী, দরিদ্র, অসহায়, এদের আমরা ঈদ সামগ্রী উপহার দিব, পাশাপাশি শাড়ি, লুঙ্গিও দিব। প্রতিবন্ধীরা হলো আমাদের সমাজের অবহেলিত মানুষ, এদের পাশে দাঁড়াতে হবে, এদের খেদমত করতে হবে, তাদেরকে আমাদের পরিবারের অংশ ভাবতে হবে। এবং সর্বশেষ তিনি আরও বলেন, আজকের অনুষ্ঠান সফল করার জন্য সম্পূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ড. রফিকুল ইসলাম বাচ্চু।
উক্ত অনুষ্ঠানে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শ্রীপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব আজিজুল হক রাজন এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন সহ ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। প্রতিবন্ধীরা ঈদ উপহার পেয়ে খুশি এবং আনন্দিত।
Discussion about this post