স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের বিচারিক আদালত পরিদর্শন করলেন ঢাকা-১ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মনিটরিং কমিটি ফর সাব-অর্ডিনেট কোর্টস এর মাননীয় বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন। আজ মঙ্গলবার (২৫ মার্চ) গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালত, গাজীপুরের মহানগর দায়রা জজ আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের অধীন বিভিন্ন আদালত পরিদর্শন করেন বিচারপতি।
পরিদর্শনকালে বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন বিভিন্ন দপ্তরে যান এবং বেশ কয়েকটি এজলাসে উঠে বিচার কাজ পর্যবেক্ষণ করেন। পরে বিকেল সাড়ে ৪ টার দিকে গাজীপুরের জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে সকল বিচারক ও ম্যাজিস্ট্রেটদের নিয়ে মতবিনিময় সভা করেন।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন, মহানগর দায়রা জজ শাহরিয়ার কবির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক এ কিউ এম নাছির উদ্দিন, শ্রম আদালতের চেয়ারম্যান মাকসুদা খানম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সালাম, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ শাহরিয়ার তারিক প্রমূখ।
মতবিনিময় সভায় বিচারপতি জাহাঙ্গীর হোসেন বিভিন্ন আদালতের মামলা নিস্পত্তির তথ্য নেন এবং সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি, বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সরকারের সংশ্লিষ্ট মহলকে জ্ঞাত করে সমাধানের আশ্বাস দেন।
Discussion about this post