জুলফিকার আলী জুয়েল: গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা কামরাঙ্গা চালা মৌচাক এলাকায় বেতন বোনাসের দাবিতে রাস্তায় নেমেছে গার্মেন্ট শ্রমিক। জানা যায় আজ ২৫ শে মার্চ সকাল ৮ঃ০০ ঘটিকায় যথারীতি সময়ে হ্যাগ নীটওয়ার, মৌচাক, কালিয়াকৈর,গাজীপুর এর শ্রমিকেরা ডিউটিতে আসেন। যথাসময়ে এসে তারা দেখেন গেটে ভিতর থেকে তালাবদ্ধ। শ্রমিকদের সন্দেহ হওয়ায় তারা এক পর্যায়ে ভিতরে প্রবেশ করে দেখেন ভিতরে মেশিনপত্র, মূল্যবান যন্ত্রপাতি, ফেব্রিক্স সহ স্টাফ মালিকপক্ষ সিকিউরিটি গার্ড কেউ নেই। আসন্ন ঈদকে কেন্দ্র করে বেতন বোনাস পরিষদের প্রতিশ্রুতিতে গতকাল পর্যন্ত গভীর রাত অব্দি প্রচুর ডিউটি করে নেওয়ার পর আজ মালিকপক্ষ ও অন্যান্য সবাই উধাও। তাদের দাবি যেকোনো মূল্যে তাদের পাওনা পরিশোধ না হলে না খেয়ে রাস্তায় পড়ে থাকতে হবে বাসা ভাড়া দিতে পারবো না ছুটিতে বাড়ি যেতে পারবো না। তাই আমরা খুব অসহায় অবস্থায় আজ রাস্তায় নেমেছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সরকার প্রধানের কাছে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
Discussion about this post