স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২৪ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিশ্বাসপাড়া এলাকায় স্টারলিংক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের ওই স্থানের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটের কবলে পড়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের বিশ্বাসপাড়া এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপের স্টারলিংক ডিজাইনস লিমিটেড কারখানার শ্রমিকদের আসন্ন ঈদের জন্য ৩ দিনের ছুটি দেওয়া হয়। সোমবার দুপুরে ছুটির বিষয়টি জানতে পারেন শ্রমিকরা। পরে শ্রমিকরা ঈদের ছুটি বাড়ানোর দাবিতে কারখানার পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সড়ক অবরোধের ফলে উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় শ্রমিকরা ছুটি বাদেও আরো কিছু দাবিধাওয়া উত্থাপন করে বিক্ষোভ অব্যাহত রাখেন। পরে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে বিকেল সাড়ে ৩টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ থাকায় উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন শত শত যানবাহনের যাত্রীরা।
কারখানার শ্রমিকরা অভিযোগ করে বলেন, ‘কালিয়াকৈরের বেশির ভাগ কারখানায় ছুটি দিয়েছে ৯ থেকে ১২ দিন। কিন্তু আমাদের কারখানা ছুটি দিয়েছে মাত্র ৩ দিন। আমরা সেখানে ৫ দিনের ছুটি দাবি করেছি। তা দিতে নারাজ কর্তৃপক্ষ।’
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‘ছুটি বাড়ানোসহ বেশ কয়েকটি দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে শ্রমিকরা অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে বিকেলে যানচলাচল স্বাভাবিক হয়।’
Discussion about this post