স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের টঙ্গীতে জুলাই-আগস্টে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নাশকতার মামলায় শিক্ষক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) দুপুরে টঙ্গী পূর্ব থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মজিবুর রহমান টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ও গাজীপুর সিটি করপোরেশনের ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে হামলা মামলায় শিক্ষক মজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গাজীপুরের গাছা থানা, টঙ্গী পশ্চিম, ডিএমপি ঢাকার উত্তরা পূর্ব ও পশ্চিম থানায় একাধিক মামলা রয়েছে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
Discussion about this post