স্টাফ রিপোর্টার, গাজীপুর :: সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার বলেছেন, এ দেশের নেতৃত্ব দেবেন তারেক রহমান। তার কাছ থেকে আমার কাছে মেসেজ এসেছে- দলের মাঝে যারা দুর্নীতিবাজ যারা চাঁদাবাজ, যারা কলকারখানা, ব্যবসা-বাণিজ্যে লুটপাট শুরু করেছে আওয়ামী লীগের মতো; তারা আগামী দিনের নির্বাচনে কোনো জায়গায় থাকতে পারবে না। গাজীপুর নগরীর ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিলে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রোববার সন্ধ্যায় ছয়দানা মালেকেরবাড়ি এলাকার ফাতেমা আজমত শাহী জামে মসজিদে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হাসান সরকার বলেন, তারেক রহমান ঘোষণা করেছেন সাধারণ মানুষের কাছে, যাদের পদ পদবি নাই, যারা গরিব মানুষ তাদেরও একটা ভোট- অতএব ভোটের মূল্য একই। দেশে ষড়যন্ত্র চলছে বিশেষ করে বিএনপির প্রতি, কারণ যেই ফল ভালো তার দিকে নজর থাকে বেশি, আর যেই ফল খারাপ তার দিকে নজর থাকে না। নির্বাচন হবে, ধানের শীষ নিয়ে (বিএনপির) যিনি আসবেন, দলের সবাই হিংসা-বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষদের কাছে আবেদন আমি প্রায় ৬০-৬৫ বছর ধরে রাজনীতি করি। আমি টঙ্গীকে যেভাবে দেখেছি গাছাকেও সেভাবে দেখেছি। অতএব আপনাদের পাশে আছি, যুদ্ধের সময়েও গাছাতে আমি ছিলাম। যুদ্ধের পরও আপনাদের গাছায় থেকেছি। আপনাদের কাছে আবেদন কোনো ষড়যন্ত্রে কান দিবেন না। এখনো বেগম খালেদা জিয়া বেঁচে আছেন।
হাসান সরকার বলেন, সেদিন পত্রিকায় দেখলাম বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বললেন- আমি যদি বাংলাদেশের নাগরিক হতাম, তাহলে বিএনপিকে একটা ভোট দিতাম। তাহলে বিএনপির প্রতি মানুষের কত ভালোবাসা। পৃথিবীর আনাচে কানাচে বিদেশিরাও বিএনপিকে কতো ভালোবাসে। সব ইসলামী দলসহ আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি সবাই ঐক্যবদ্ধ থাকব এবং আমরা আগামী নির্বাচন ঐক্যবদ্ধভাবে করব।
তিনি বলেন, এখন আর আমাদের পেছনে ফিরে তাকানোর সময় নাই। আলেম ওলামা পীর মাশায়েখ মসজিদের ইমাম সাহেবদের বলব আপনারা আলোচনা করেন। নবী করিম (সা.) তিনি মসজিদে থেকে রাজনীতি করেছেন। তারেক রহমানের নির্দেশ মেনে আপনারা কাজ করবেন। যারা হেলিকপ্টারে করে ঢাকা থেকে গাজীপুরে আসে সেই রাজনীতি আর চলবে না। অনেকে অনেক কিছু স্বপ্ন দেখছেন সেটা বুঝতে পারবেন কিছুদিনের মধ্যে। আলোচনা শেষে জিয়া পরিবারের সবার জন্য ও নিজের জন্যেও দোয়া কামনা করেন।
গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী আব্দুস সামাদের সভাপতিত্বে গাজীপুর জেলা জিয়া পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন ও গাছা থানা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক রুবেল মণ্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান, কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোড়ল, গাছা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান, থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মণ্ডল ও আব্দুর রশিদ মণ্ডল, গাসিক ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শফিউল্লা খান বকুল ও সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোতাহার প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ৩৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহফুজুর রহমান, নগরীর মালেকেরবাড়ি বাজার সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, গাছা থানা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাফিজুর রহমান হাফিজ ও সাধারণ সম্পাদক আবু কাওসার, বিএনপি নেতা আজিজ, রঞ্জু তরফদার, আমিরসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
Discussion about this post