স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাশিমপুরের একটি বাড়ি থেকে স্ত্রী-সন্তান ও স্বামীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর স্বামী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। আজ রোববার (২৩ মার্চ) সকালে গাজীপুরের কাশিমপুর থানাধীন গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মৃতরা হলেন মো. নাজমুল ইসলাম (২৯), তার স্ত্রী খাদিজা আক্তার (২২) ও তাদের ৪ বছরের সন্তান নাদিয়া আক্তার। নাজমুল ইসলাম টাঙ্গাইলের সখিপুর উপজেলার শুলপ্রতিমা গ্রামের মো. আবুর ছেলে।
গাজীপুরের কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইফতেখার হোসেন জানান, শ্বশুরের দেয়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে বাস করতেন নাজমুল ইসলাম। গতকাল রাত ১১টার দিকে তারা ঘুমাতে যান। ঘুমানোর ঘরের দরোজা ভেতর থেকে আটকানো ছিল।
তারা ঘুম থেকে না ওঠায় শ্বশুর ঘরের পেছন দিয়ে জানালা টেনে নাজমুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর দরজা ভেঙে ঘরে ঢুকে তার মেয়ে ও নাতনির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ সকাল ১০টায় লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Discussion about this post