নিজস্ব প্রতিবেদক :: গাজীপুরে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ হওয়ার জেরে শনিবার সকালে হোটেলে ভাংচুর ও ভেতর থেকে আসবাবপত্র পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফেলে অগ্নিসংযোগ করেছে তৌহিদী জনতা। এসময় ওই মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ হয়ে পড়ে। পরে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জলকামান ব্যবহার করে আগুন নেভালে সকাল পৌণে ৯টার দিকে যানবাহন চলাচল শুরু করে। আজ শনিবার সকাল ৮টার দিকে গাজীপুর মহনগরের ভোগড়া এলাকার বর্ষা সিনেমা হলের পাশে হোটেল প্রাইম ইন (আসবাসিক)-এ ওই ঘটনা ঘটেছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার (এসপি) একেএম জহিরুল ইসলাম জানান, এসময় ওই এলাকায় পোশাক শ্রমিকরা রাস্তায় ছিল। প্রথম কোন কারখানায় অসন্তোষ দেখা দিয়েছে মনে করে ঘটনাস্থলে পুলিশ গিয়ে জানতে পারে স্থানীয় প্রাইম ইন (আসবাসিক) হোটেলে অনৈতিক কার্যলাপ পরিচালিত হওয়ার প্রতিবাদে একদল তৌহিদী জনতা হোটেলে ভাংচুর করেছে এবং হোটেলের ভেতর থেকে অসবাবপত্র পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফেলে অগ্নিসংযোগ ও বিক্ষোভ করেছে। এসময় ওই মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ জলকামান ব্যবহার করে আগুন নেভালে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে সকাল পৌণে ৯টার দিকে যানবাহন চলাচল শুরু করে।
Discussion about this post