নিজস্ব প্রতিবেদক :: গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেছেন, বিএনপি জন্ম থেকে গণমানুষের দল হিসেবে রাষ্ট্র ক্ষমতায় ছিলো। সেই ধারাবাহিকতায় ৫ আগস্ট ফ্যাসিস্ট, মাফিয়া সরকার হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে জনগণের সমর্থন ছিলো বলেই গণঅভ্যুত্থান সফল হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিটি কর্মসূচি থাকে সাধারণ মানুষকে ঘিরে, নেতাকর্মীদের সেইভাবে নির্দেশ দেওয়া হয়।
শুক্রবার সন্ধ্যায় বাসন মেট্রো থানা বিএনপির তত্ত্বাবধানে এম মঞ্জুরুল করিম রনির আয়োজনে মাসব্যাপী গণইফতারের চতুর্থ ধাপের শেষ দিনের আয়োজন ছিল আজ। নগরীর বাসন থানা চান্দনা উচ্চবিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে ছাইয়েদুল আলম বাবুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৬ থেকে ১৭ বছর সুদূর প্রবাসে বসেও ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করেছেন, উৎসাহ দিয়েছেন। যার অনুপ্রেরণায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার সমামনা সকল বিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি যথাযথ নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার নির্দেশে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির আয়োজনে মাসব্যাপী গণইফতারের চতুর্থ ধাপের কার্যক্রম সুশৃঙ্খলভাবে শেষ করায় আয়োজকদের ধন্যবাদ জানান।
ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়। এছাড়া গাজীপুরের সাবেক মেয়র সাবেক মন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এতে বক্তব্য রাখেন- সাবেক বাসন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সরকার, মহানগর বিএনপির আহ্বায়ক সদস্য এএইচ সিরাজুল হক, বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মহানগর কৃষকদলের আহ্বায়ক আতাউর রহমানসহ আরো অনেকে।
বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সভাপতিত্বে থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত বাবুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন হাজী সামছুল আলম, কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান, ওলামা দলের আহ্বায়ক কাজী খোকন, সেচ্ছাসেক দলের সদস্য সচিব আবদুল হালীম মোল্লাসহ বিপুলসংখ্যক বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Discussion about this post