নিজস্ব প্রতিবেদক :: গাজীপুরের কাপাসিয়ায় ক্লুলেস ডাকাতি মামলার ছয় আসামি গ্রেপ্তারসহ লুণ্ঠিত মাল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার (১৯ মার্চ) থেকে গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) টানা অভিযান চালিয়ে ডাকাতদলের ওই সদস্যদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে পাঁচজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
জানা যায়, গত ৩১ জানুয়ারি ভোরে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার সুলতানপুর এলাকায় গাছ ফেলে ডাকাতি করেছিল এ দলটি।
গ্রেপ্তার ডাকাতদলের সদস্যরা হলেন- ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠাল রাজাবাড়ী গ্রামের শুকুর আলীর ছেলে মোখলেছ ওরফে মোকলেছ ওরফে মোকলে (৩৫), কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুরতলা গ্রামের সুবেদ আলীর খানের ছেলে মো. সুজন খান (৩০), একই উপজেলার তালদর্শী গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. জুনায়েদ (১৯), একই গ্রামের আবুল হাসেমের ছেলে মো. আফসার (১৯), একই উপজেলার চর দেওকান্দি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রুহুল আমিন ওরফে ভুট্টো (৩৫) ও একই জেলার হোসেনপুর উপজেলার শাহেদল (বাগপাড়া) গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মো. আলমগীর হোসেন (৩৫)।
কাপাসিয়া থানার এসআই হাসানুর রহমান জানান, অভিযানকালে তাদের কাছ থেকে নগদ ২৫ হাজার টাকাসহ লুণ্ঠিত স্বর্ণালংকার ও মাল উদ্ধার করা হয়। ওই সময় জব্দ করা হয় ডাকাতিতে ব্যবহৃত দেশীয় বিভিন্ন অস্ত্র। কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ আবদুল বারিকবলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ছয়জনই আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় চুরি-ডাকাতির অপরাধে অসংখ্য মামলা রয়েছে। গ্রেপ্তার করা মোকলেছ ওরফে মোকলে ছাড়া বাকি পাঁচজন বৃহস্পতিবার বিকেলে গাজীপুর বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।’
তিনি জানান, এর আগে গত ৩১ জানুয়ারি ভোর ৫টা ১০ মিনিটের দিকে কাপাসিয়ার সুলতানপুর এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে মাইক্রোবাসের গতিরোধ করে ডাকাতি করে দলটি। ওই ডাকাতির ঘটনায় মাইক্রোবাসটির যাত্রী কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কান্দাইল (বাঘপাড়া) গ্রামের আবুল কাশেম বাদী হয়ে গত ২ ফেব্রুয়ারি কাপাসিয়া থানায় মামলা করেন। ডাকাতির মামলাটি ছিল ক্লুলেস। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমসহ ধারাবাহিক তৎপরতায় ঘটনায় জড়িতদের শনাক্ত করে পুলিশ অভিযান চালান।
Discussion about this post