স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকালে টঙ্গীর স্টেশন রোড শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের মাঠে টঙ্গী পূর্ব থানা যুবদলের উদ্যোগে এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব ও গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম,সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেনজির রহমান খান পিন্টু সহ বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা।
অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী।ইফতারে আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও দেশের এই ক্রান্তিলগ্নে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। ইফতার মাহফিলটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
Discussion about this post