স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে মাটি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা। এ সময় এলাকাবাসী ধাওয়া করে দুই ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯ টায় কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী-জামালপুর সড়কের জামালপুর ইউনিয়নের হাটুরিয়া চালা এলাকায় এ ঘটনা ঘটে। আজ শুক্রবার (২১ মার্চ) সকাল ৯ টায় কালিয়াকৈর থানার ডিউটি অফিসার পলি আক্তার জানান, এ ঘটনায় নিহত ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। নিহত সজিব হোসেন (৩৮) কালিয়াকৈরের বোয়ালি ইউনিয়নের গাবচালা গ্রামের মুক্তার আলীর ছেলে। সে এলাকায় মাটি সাপ্লাইয়ের ব্যবসা করতেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রাতের ওই সময়ে একটি মোটরসাইকেল যোগে জামালপুর থেকে হাটুরিয়া চালা বাজারে যাচ্ছিলেন মাটি ব্যবসায়ী সজিব হোসেন ও রয়েল মিয়া। পথে বড়ইবাড়ী-হাটুরিয়াচালা সড়কের হাটুরিয়াচালা বাজারের আগে গজারি বনের ভেতর পৌছলে সশস্ত্র কয়েক ছিনতাইকারী তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। অবস্থা বেগতিক দেখে তারা মোটরসাইকেল ফেলে পালানোর সময় ছিনতাইকারীরা ব্যবসায়ী সজিব হোসেনকে ধরে ফেলে এবং এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই সজিব নিহত হন।
এ সময় অপর ব্যবসায়ী রয়েল আহতাবস্থায় দৌড়ে গিয়ে ডাকাত বলে ডাক চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসে। তারা ধাওয়া করে ছিনতাইকারীদলের দুই সদস্যকে আটক করে গনপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ওই দুই ছিনতাইকারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। তাদের মধ্যে একজনকে স্থানীয় সফিপুর মর্ডান হাসপাতালে ও অপরজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ছিনতাইকারীদের হামলায় এক ব্যবসায়ী নিহত রয়েছে। দুইজন আটক রয়েছে। এব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discussion about this post