আল আমিন, নাটোর প্রতিনিধি :-ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বিরতি ভঙ্গ করে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শহরের বড়গাছা নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কলেজের অধ্যাক্ষ আব্দুল মির্জা বারী, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি এস এম জুবায়ের, কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি ইসাহাক আলী, তাহালিল রহমান, এইচ এম ইব্রাহিম,নাইম রহমান, ফাহিম ফয়সাল সহ কলেজের সাধারন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এসময় বক্তারা গাজায় যুদ্ধ বিরতির চুক্তি ভঙ্গ করে ইসরায়েল বর্বর হামলা চালায় নিরীহ ফিলিস্তিনি শিশু বৃদ্ধ ও সাধারন জনগনের উপর। তারা আন্তর্জাতিক সকল নিয়ম কানুন ভঙ্গ করে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে। এই রোযার মাসেও তারা ইফতাররত ও সেহরি খাওয়ার সময় তারা এই বর্বর হামলা চালাচ্ছে। এই রমজান মাসে এই রকম ন্যাকার জনক হামলার ধিক্কার জানানো হয়। এসময় ছাত্ররা ইসরায়েল এর পণ্য বয়কটের ঘোষণা দেন। এবং সরকার ইসরায়েল সকল পণ্য আমদানী ও রপতানি না করে সেই জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।
Discussion about this post