জুলফিকার আলী জুয়েল: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের টহল টিম জিএমপি, টঙ্গী পূর্ব থানাধীন বনমালা রোডস্থ দীঘির পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩৭ ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের হেফাজত হইতে ছিনতাই কাজে ব্যবহৃত ০২ টি মোটরসাইকেল, ০১ টি সিএনজি, চাপাতি, স্টীলের সুইচ গিয়ার চাকু, ০১ টি লেপটপসহ ০৩ টি মোবাইল ফোন উদ্ধার করে। ঘটনার বিবরণে জানা যায়, মোঃ তানভীর আহম্মেদ নিবিড় (১৯) গত ১৯/০৩/২০২৫ তারিখ রাত্র ০২.০০ ঘটিকার সময় দেওয়ানপাড়া, উত্তরা, ঢাকা হইতে নিজ বাসায় ফেরার পথে টঙ্গী পূর্ব থানাধীন দীঘির পাড়া বলমালা রোডে পৌঁছা মাত্র ১০/১২ জন দুষ্কৃতিকারী একটি সবুজ রংয়ের সিএনজি ও ০২ টি মোটরসাইকেল যোগে আসিয়া তার পথ রোধ করিয়া তাকে চারপাশ হতে ঘিরে ধরে চাপাতির মুখে জিম্মি করে খুন জখমের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করিয়া তার সাথে থাকা ল্যাপটপ মানিব্যাগসহ অন্যান্য জিনিস ছিনতাই করে নিয়ে যায়। বাদীর চিৎকারে পাশেই থাকা ডিবি জিএমপি’র একটি টিম স্থানীয় লোকজনের সহায়তায় ০৭ ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী। গাজীপুর মহানগরের টঙ্গীসহ আশপাশ এলাকায় সাধারণ মানুষের মোবাইল, টাকা পয়সা ছিনতাই করাই তাদের একমাত্র পেশা ঘটনা সংক্রায়ে আসামীদের বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি প্রতিন ধীন।
গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানা :-
১. আরিফুল ইসলাম মোফাজ্জল (৩২), পিতা-রফিজ উদ্দিন, মাতা-খোদেজা বেগম, ০৭নং ব্লক, এরশাদ নগর, থানা-উজী পূর্ব, জিএমপি, গাজীপুর।২। মোঃ জুম্মন মিয়া (২৩), পিতা-মোঃ রোস্তম মিয়া, মাতা-করিমন বেগম, সাং-০৬নং ব্লক, এরশাদ নগর, থানা-টঙ্গী পর্ব, জিএমপি, গাজীপুর।৩। মোঃ শিপন হোসেন (১৮), পিতা আমির হোসেন, মাতা-শিউলী বেগম, সাং-০৩নং ব্লক, এরশাদ নগর, থানা-এই পূর্ব, জিএমপি, গাজীপুর।৪। মোঃ জীবন মিয়া (২৫), পিতা-আঙ্গুর মিয়া, মাতা-সাহিদা বেগম, সাং-দক্ষিণ মনদুয়ার, থানা-সাদুল্ল্যাপুর, জেলা গাইবান্ধা, বর্তমানে-সাং-হাতিরঝিল, মধুবাগ, থানা-হাতিরঝিল, ডিএমপি, ঢাকা।৫। মোঃ রনি (২২), পিতা-বাদশা, মাতা-রেনু, সাং- ০৪নং ব্লক, এরশাদ নগর, থানা-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর, ৬।মোঃ সোহেল (২৬), পিতা-মোঃ বাবুল, মাতা-মোছাঃ আয়েশা, সাং-০২ নং ব্লক, এরশাদ নগর, থানা-টঙ্গী পূর্ব জিএমপি, গাজীপুর।৭। মোঃ মোক্তার হোসেন (২৩), পিতা-মোঃ সেলিম, মাতা-সুরিয়া বেগম, সাং-০১ নং ব্লক, এরশাদ নগর, থানা-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপু।
উদ্ধারকৃত আলামতের বর্ণনাঃ১. স্টালের চাপাতি-০৩ টি।২. স্টালের সুইচ সিল্লার চাকু-০১ (এক) টি।৩. স্টালের ফোল্ডিং চাকু-০১ (এক) টি৪. স্টালের তৈরী চাকু-০১ (এক) টি।৫. মোবাইল ফোন-০৩ টি।৬. HP Elitbook মডেলের লেপটপ।৭. মোটরসাইকেল-০২ টি।৮. সিএনজি-০১ টি।
Discussion about this post