স্টাফ রিপোর্টার :: গাজীপুরের গাছা থানার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের সম্মানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গাছা থানা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার বিকেলে কলমেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিকদলের কার্যকরী সভাপতি ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. সালাউদ্দিন সরকার। এ সময় গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ইদ্রিস খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি মো. সরাফত হোসেন, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আলী, গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমান প্রমুখ। আলোচনা সভায় শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
Discussion about this post