নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর তুরাগে সুদি ব্যবসায়ীর চাপ সইতে না পেরে রুবেল মিয়া ( ৩৫ ) নামে এক দিন মজুর কীটনাশক পদার্থ পানে আত্মহত্যা করেরছেন । এই ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে ডিএম পির তুরাগ থানায় একটি মামলা দ্বায়ের করেছেন । উক্ত মামলা সূত্রে জানা যায়, তুরাগের নলভোগ ৩ রাস্তার মোড় এলাকার মৃত দেলোয়ার হোসেন ওরফে দুলা মিয়ার ছেলে সুদি ব্যবসায়ী মিয়াজ উদ্দিনের কাছ থেকে প্রায় এক বছর পূর্বে নিহত রুবেল মিয়া ১৫ হাজার টাকা ধার নেন । এর পরে পর্যায় ক্রমে তিনি ৩০ হাজার টাকা পরিশোধ করেন । কিন্তু সুদি ব্যবসায়ী মিয়াজ উদ্দিন দিন মজুর রুবেলের নিকট আরও দুই লক্ষ টাকা দাবী করে আসছিলেন । এরই জের ধরে গত ১৪/৩/২০২৫ইং তারিখ বিকেল ৩টার দিকে সুদি ব্যবসায়ী মিয়াজ উদ্দিন কয়েকজন সন্ত্রাসী টাইপের লোকজনকে সাথে নিয়ে দিন মজুর রুবেলের ভাড়া বাসায় আসেন এবং ওই দিনের ভিতর দুই লক্ষ টাকা না দিলে সন্ধ্যায় আবার এসে রুবেলসহ তার স্ত্রী সন্তাদের রুমে আটকিয়ে মারপিট করে টাকা আদায় করবে বলে হুমকি দিয়ে চলে যায় । এর পর থেকে রুবেল মিয়া মানুষিক ভাবে ভেঙ্গে পড়েন । এক পর্যায় ওই দিনেই সন্ধ্যা ৭টার দিকে রুবেল মিয়া কীটনাশক পদার্থ পান করেন ।
বিষয়টি তার স্ত্রী সন্তানেরা টের পেয়ে বাড়ীর অন্যান্য ভাড়াটিয়াদের সহায়তায় দ্রুত তাকে নিকটস্থ শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল মিয়াকে মৃত ঘোষণা করেন । পরে তুরাগ থানা পুলিশকে বিষয়টি জানানো হলে হাসপাতালে গিয়ে নিহত রুবেল মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে পুলিশ । উক্ত ঘটনায় নিহতের ছোট ভাই মোঃ পাভেল বাদী হয়ে সুদি ব্যবসায়ী মিয়াজ উদ্দিনের নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে বিবাদী করে একটি মামলা দ্বায়ের করেন, যার মামলা নং- ১৮, তাং- ১৫/৩/২০২৫ইং । নিহত রুবেল মিয়া কিশোরগঞ্জ জেলার সদর থানার রশিদাবাদ এলাকার মোঃ আব্দুল হাই মিয়ার ছেলে । বর্তমানে স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে তুরাগের ধরংগারটেক এলাকার জৈনক সিদ্দিক মিয়ার বাড়ীতে ভাড়াটিয়া হিশেবে বসবাস করতো এবং দিন মুজুরের কাজ করে সংসার চালাতেন ।
Discussion about this post