স্টাফ রিপোর্টার :: নেত্রকোনা দুর্গাপুরে মোটরসাইকেল এক্সিডেন্ট, দুইজন গুরুতর আহত নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ককৈরগড়া ইউনিয়নের ঝাঁনজাইল বাজার থেকে উত্তরে শান্তিপুর এলাকায় (বুধবার) সকালে একটি মারাত্মক মোটরসাইকেল এক্সিডেন্ট ঘটে। এতে গুরুতর আহত হন ককৈরগড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবদুর রহমান ও যুবদলের কর্মী এবং ব্যবসায়ী লিটন খান। স্থানীয়রা জানান, সকালে শান্তিপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে, যেখানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কাছের স্হানীয় হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা করান। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসা চলছে এবং তারা বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।
Discussion about this post