নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সিটি করপোরেশনের ১৬০ জন চাকরিচ্যুত শ্রমিককে পুনর্বহাল এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আজ মঙ্গলবার সিটি করপোরেশনের শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানানো হয়।
নগরভবনের সামনে শ্রমিক ইউনিয়নের সভাপতি হোসেন ঢালির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন হরিজন সংঘের সভাপতি সানু লাল ও সদস্য আবুল হোসেন। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলার সভাপতি এ কে আজাদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ দপদপিয়া ইউনিয়নের সভাপতি রমজান আকন।
বক্তারা বলেন, আন্দোলনের পরিপ্রেক্ষিতে ত্রিপক্ষীয় বৈঠকে বরিশালের বিভাগীয় কমিশনার শ্রমিকদের প্রতিনিধিদের মাধ্যমে চাকরিচ্যুত শ্রমিকদের দুই মাসের বকেয়া পরিশোধ, ৬০ বছরের ঊর্ধ্বে শ্রমিকের পাওনা বুঝিয়ে দিয়ে তাঁর পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। এসব প্রতিশ্রুতি রক্ষা করার জন্য সিটি করপোরেশনের প্রশাসন এক মাস সময় নেয়। কিন্তু আজকে এক মাস অতিক্রম হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
Discussion about this post