স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগর পূবাইলে ৮বছরের শিশু যৌন নিপীড়নের অভিযোগে শংকর চন্দ্র শীল (৫০) নামে এক নিপীড়নকারী কে আটক করেছে পূবাইল থানা পুলিশ। শংকরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী শিশুর মা।
মামলা সূত্রে জানা যায় সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর পূবাইল থানা এলাকার পূবাইল কলেজ গেইট সোলায়মান মার্কেটে অবস্থিত বাদীর বড় বোন রওশনারার টেইলার্সের দোকানের পাশে সিঁড়ির নিচে গিয়ে বাদীর মেয়ের গোপনাঙ্গ সহ শরীরের বিভিন্নস্থানে হাত দিয়ে যৌন হয়রানি করার অভিযোগের প্রেক্ষিতে অফিসার ইনচার্জ নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো. রফিকুল ইসলাম ঐদিন রাতেই অভিযান পরিচালনা করে শংকর কে গ্রেফতার করে। অভিযুক্ত শংকর পূবাইল সাতানীপাড়া এলাকার হরিষ চন্দ্র শীলের ছেলে এবং পেশায় একজন সেলুন দোকানি।
এ ব্যাপারে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমিরুল ইসলাম বলেন, ঘটনা উল্লেখ করে এক শিশুর মা ওই ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
Discussion about this post