বিশেষ প্রতিনিধি মোঃ ফজলুল কবির গামা :: ঝিনাইদহ জেলার অনলাইনে ঘটিত বিভিন্ন অপরাধের দমনের জন্য সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদহ গঠন করা হয়। ঝিনাইদহে সাইবার ক্রাইম সেল গঠন হওয়ার পর থেকে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সাইবার পেট্রোলিং করতে থাকে। এছাড়াও তারা ক্লুলেস-মার্ডার, ডাকাতি, বিকাশ প্রতারণা, অনলাইন জুয়া, সাইবার বুলিং, হারানো মোবাইল উদ্ধার, ভিকটিম উদ্ধারে প্রযুক্তিগত সহায়তা সহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ দমনে সাহায্য করতে থাকে। একই ধারাবাহিকতায় ঝিনাইদহ জেলা থেকে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৮৪ টি মোবাইল ফোন দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো জনাব মোঃ ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, ঝিনাইদহ এ পুলিশ সুপার সম্মেলন কক্ষে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন। সে সময় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) এর মাধ্যমে নেওয়া ৬৪,৪১০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে প্রদান করা হয়।
Discussion about this post