শেখ মামুনুর রশীদ মামুনঃ সম্প্রতি মাদকের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশের পর, সাংবাদিক খায়রুল আলম রফিক অভিযোগ করেছেন যে, উল্টো তার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়েছে। ফেসবুক লাইভে এসে তিনি দাবি করেন, “মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ অর্থের মালিক হওয়ায়, তাদের পক্ষ থেকে একটি চক্র তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।” প্রতিদিনের কাগজ পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে খায়রুল আলম রফিক দীর্ঘদিন ধরে ক্রাইম সংবাদ প্রকাশ করে আসছেন। এরই প্রেক্ষিতে, একাধিক মাদক চক্রের ক্ষতি হওয়ার ফলে, তিনি নিজে এখন তাদের শত্রুতে পরিণত হয়েছেন। এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়ায়, তার বিরুদ্ধে কিছু তথাকথিত হলুদ সাংবাদিক অপপ্রচার চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এসব সাংবাদিক মোটা অংকের ঘুষের বিনিময়ে, তথ্যপ্রমাণ ছাড়াই খায়রুল আলম রফিকের বিরুদ্ধে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। সাংবাদিক রফিক আরও বলেন, “তবে আমি ভয় পাবো না। যতদিন বাঁচবো, এ অপপ্রচারকারীদের মুখোশ উন্মোচন করবো।” তিনি সরকারের কাছে আহ্বান জানান, যাতে প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। সাংবাদিক খায়রুল আলম রফিক বলেন, “মাদক ব্যবসায়ীরা সমাজের জন্য এক মারাত্মক হুমকি। যখন কোনো সাংবাদিক তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে, তখন তাকে অপপ্রচার এবং মিথ্যা অভিযোগের মুখোমুখি হতে হয়—এটি মেনে নেওয়া যায় না।” রবিবার রাতে নিজের ফেসবুক এ লাইভে এসে তিনি এ অভিযোগ তুলে ধরেন এবং অপপ্রচারকারী চক্রকে সতর্ক করেন। তিনি আরও বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। তাই সাংবাদিকদের বিরুদ্ধে কোনো প্রকার অপপ্রচার বা হস্তক্ষেপ শিকার হলে, এটি গণমাধ্যমের স্বাধীনতা এবং সমাজের স্বার্থের জন্য ক্ষতিকর।” এ পরিস্থিতিতে সাংবাদিক মহল একযোগভাবে এই অপপ্রচার এবং মাদক চক্রের বিরুদ্ধে সোচ্চার হতে সিদ্ধান্ত নিয়েছে। তারা মনে করেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার পর যদি সাংবাদিকের বিরুদ্ধে এমন অপপ্রচার চালানো হয়, তাহলে এটি গণমাধ্যমের স্বাধীনতার জন্য একটি গুরুতর হুমকি হয়ে দাঁড়াবে। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সমাজে সত্য প্রকাশের অধিকার বজায় রাখতে হলে, সকলেরই একযোগে কাজ করা প্রয়োজন।
Discussion about this post