স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে আব্দুল গাফফার (৪২) নামের স্থানীয় এক গণমাধ্যকর্মী পেশাগত দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মাদক কারবারি ও সন্ত্রাসীদের হামলায় গুরুত্বের আহত হয়েছেন। এ সময় তাকে এলোপাতারে মারধর করে তার কাছ থেকে ব্যবহারিত মোবাইল ফোন, ল্যাপটপ ও নগদ টাকা ছিনিয়ে নেয়। তিনি বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, এ ঘটনায় গাজীপুর প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাবের সামনে জেলার সাংবাদিকরা মানববন্ধন করেছেন। এ সময় গাজীপুর প্রেস ক্লাবের নেতবৃন্দ উপস্থত ছিলেন। অন্যদিকে, ঘটনার পর পরই কালীগঞ্জ থানা পুলিশ গভীর রাতে অপরাধীদের আটক করতে অভিযান চালায়। পরে ভোর রাতে ফয়সাল খান নামের স্থানীয় এক যুবদল নেতাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এছাড়াও হামলা, আহত ও ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালে চিকিৎসাধীন আহত গণমাধ্যমকর্মী আব্দুল গাফফার। এর আগে রোববার (১৬ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের আওড়াখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত যুবদল নেতা ফয়সাল খান উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের কুলথুন গ্রামের বিল্লাল খানের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি ছিলেন। অন্যদিকে, দুর্বৃত্তের হামলার আহত আব্দুল গাফফার একই ইউনিয়নের কাউলিতা গ্রামের ওয়াসিম সিকদারের ছেলে। তিনি দৈনিক যুগান্তর পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি এবং গাজীপুর প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক।
এ সময় ঘটনার প্রত্যাক্ষদর্শী যুগান্তর পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি খোরশেদ আলম খান জানান, রোববার তারা গাজীপুর জেলা শহরে ইফতার শেষে বাড়ি ফেরার পথে রাত পৌনে ৯টার দিকে অজ্ঞাত একটি নম্বরে গাফফারের ফোনে কল আসে। এ সময় অপরপ্রাপ্ত থেকে তারা অবস্থান জানতে চায়। এরপর রাত ৯টার দিকে আওড়াখালী বাজারের চার রাস্তার মোড়ে পৌঁছলে আগে থেকেই ওঁত পেতে থাকা ১০/১২জন একটি সন্ত্রাসী দল অতর্কিত হামলা করে। এ সময় একজন তার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি মোটরসাইকেলের পেছন থেকে নিচে পড়ে যায়। তারা এলোপাতারি কিল, ঘুসি ও লাঠিপেটা করতে থাকে। একপর্যায়ে তারা তাকে হত্যার উদ্দেশ্যে গলায় পা দিয়ে শ্বাসরোধ করে রাখে। একপর্যায়ে আমিসহ আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হুমকি ধমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে, হামলার কারণ উদঘাটন করতে গেলে স্থানীয় কয়েকজন এই প্রতিবেদককে নাম প্রকাশে অনিচ্ছুক জানান, সাংবাদিক গাফফার অতি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে নিজের ওয়ালে ‘‘কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের এক শক্তি শালী নেতার নেতৃত্বে চলে নারী ও ইয়াবা ব্যবসা, চুরি, ছিনতাইসহ চলে সব ধরণের অপরাধ। এলাকার সাধারণ মানুষের মনে চাপা ক্ষোভ ও আতংক বিরাজ করছে’’ এই শিরোনামে একটি স্ট্যাটাস দেয়। ধারণা করা হচ্ছে ওই স্ট্যাটাসটিকে কেন্দ্র করে অপরাধী চক্রটি তার উপর হামলা করেছে।
আহত সাংবাদিক আব্দুল গাফফার বলেন, পেশাগত দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরার পথে রাস্তায় আগে থেকে ওঁত পেতে সন্ত্রাসী দল আমার উপর হামলা করে। এ সময় আমাকে এলোপাতারি মারধর করে আমার ব্যবহারিত মোবাইল ফোন, ল্যাপটপ ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে সহকর্মী খোরশেদ আলম আমাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আমি সেখানে চিকিৎসাধীন রয়েছি।
এ ব্যাপারে কালীগঞ্জ অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, রাতে সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এছাড়াও গভীর রাতে অভিযান চালিয়ে ভোর রাতে ফয়সাল নামে একজনকে আটক করে থানায় আনা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদেরকেও আটকের চেষ্টায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Discussion about this post