স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে লেখা অসংখ্য চিঠির একটি সংকলন গ্রন্থ ‘একাত্তরের চিঠি’। বইটি নিয়ে পাঠের আসর করেছে গাজীপুর বন্ধুসভা। ১৪ মার্চ বিকেলে গাজীপুর বন্ধুসভার অফিসে এটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরিফ হোসেন।
বইটির পটভূমি, প্রেক্ষাপট ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন বন্ধু জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘বইটি ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সংগ্রাম, দেশপ্রেম, চাওয়া, আবেগ, অনুভূতি, দুঃখ, কষ্ট নিয়ে জীবনমুখী এক প্রামাণ্যচিত্র। “একাত্তরের চিঠি” বইয়ে প্রতিটি চিঠি সোনার বাংলার একেকটি পরিবার ও মানচিত্রের অংশ। মা-সন্তান, স্বামী-স্ত্রী, পিতা-পুত্র এবং বন্ধুকে লেখা চিঠিগুলো সত্যি তাঁদের মধুর সম্পর্ক আর স্বাধীনতার কথা বলে।’
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সভাপতি বাবুল ইসলাম, সহসভাপতি জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খান, দপ্তর সম্পাদক ইমদাদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মাফুয়া আহমেদ, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক আবিদা সুলতানা, প্রশিক্ষণ সম্পাদক পারভেজ হোসেন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক আলাদিন ইমুসহ অন্য বন্ধুরা।
Discussion about this post