নিজস্ব প্রতিবেদক:: নোয়াখালী জার্নালিস্ট ফোরাম (এনজেএফ) ঢাকার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এই মাহফিলে দেশের রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিত্বরা অংশ নেন। এনজেএফের সেক্রেটারি এস এম ফয়েজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহাব উদ্দিন, সমাজসেবক কবির আহমেদ ভূঁইয়া, আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক, নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের মেন্টর ইকবাল বাহার জাহিদ, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের আহ্বায়ক সময় মুরাদ এবং বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি নুর উদ্দিন। অনুষ্ঠানে বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নোয়াখালীর উন্নয়ন নিয়ে আলোচনা করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, “দেশের মানুষ দীর্ঘ ১৬ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা এখন সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায়। সংস্কারের নামে বিলম্ব করে মানুষের অধিকার হরণ করা যাবে না।”
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, “জবাবদিহিতাহীন সরকারের কারণে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। জনগণের ভোটে নির্বাচিত সরকারই কেবল এই অবস্থার পরিবর্তন আনতে পারে।” জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ বলেন, “নোয়াখালীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নোয়াখালীকে দেশের অন্যতম সেরা জেলায় রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।” অনুষ্ঠানে অতিথিরা এনজেএফের কার্যক্রমের প্রশংসা করেন এবং নোয়াখালীর সমস্যা ও সম্ভাবনা জাতীয় গণমাধ্যমে তুলে ধরতে এই সংগঠনের সদস্যদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। ইফতার শেষে আমন্ত্রিত অতিথিরা এক মনোজ্ঞ আড্ডায় অংশ নেন। তারা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও নোয়াখালীর উন্নয়ন, রাজনৈতিক ও সামাজিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এ সময় এনজেএফের সদস্যরা সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান এবং জাতীয় পর্যায়ে নোয়াখালীর প্রতিনিধিত্ব আরও সুদৃঢ় করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। অনুসঠানে এনজেএফের দফতর সম্পাদক এফআই মাসুদ, যুগ্ম সম্পাদক এস কে সৌরভ, কার্যনির্বাহী সদস্য ফাতেমা কাউসারসহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এনজেএফের সাংগঠনিক সম্পাদক সাইফ আহমাদ ইফতার মাহফিলে আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত থাকবে এবং নোয়াখালীর ঐতিহ্য ও উন্নয়ন নিয়ে এনজেএফ বরাবরের মত কাজ করে যাবে। ইফতার মাহফিল শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এটি এক মিলনমেলায় পরিণত হয়। নোয়াখালীর উন্নয়ন, সাংবাদিকদের ভূমিকা এবং গণমাধ্যমের দায়িত্বশীলতা নিয়ে ভাবনার আদান-প্রদানের মধ্য দিয়ে আয়োজনটি হয়ে ওঠে আরও অর্থবহ।
Discussion about this post