শেখ মামুনুর রশীদ মামুনঃ ময়মনসিংহ সদর উপজেলার আলালপুরের আরিফ নামক এক ব্যক্তি অবৈধভাবে একটি সেমাই ফ্যাক্টরি চালিয়ে যাচ্ছেন, যা স্থানীয় বাসিন্দাদের জন্য বড় এক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছে। ফ্যাক্টরিটি অস্বাস্থ্যকর পরিবেশে গড়ে উঠেছে এবং এতে তৈরি সেমাই স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছে, যা খাওয়ার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। স্থানীয়দের অভিযোগ, আরিফ প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই ফ্যাক্টরি চালিয়ে যাচ্ছে, এবং কোনো প্রকার স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। স্থানীয়রা জানান, ফ্যাক্টরিটির আশপাশের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর, যেখানে সেমাই প্রস্তুতির জন্য ব্যবহৃত উপকরণও খুবই নোংরা। এসব দেখে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, কেননা তারা জানেন না এই সেমাই খেয়ে তাদের স্বাস্থ্যে কী প্রভাব পড়তে পারে। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে এই অবৈধ কার্যক্রম বন্ধ করা যায় এবং এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষিত থাকে। এ বিষয়ে ফ্যাক্টরি মালিক আরিফের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এ পরিস্থিতিতে, স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন, যাতে ভবিষ্যতে এমন ধরনের অবৈধ ফ্যাক্টরি প্রতিষ্ঠিত না হয় এবং জনগণের স্বাস্থ্য রক্ষায় সঠিক পদক্ষেপ নেওয়া হয়। প্রশাসন কর্তৃক দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Discussion about this post