স্টাফ রিপোর্টার, গাজীপুর :: স্বাধীনতার ৫৩ বছর পরেও দেশে ধর্ষণের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির আইন নিশ্চিত করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও গাজীপুর-০২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ হোসেন আলী। তিনি বলেন, “দুর্নীতি ও অপরাধ দমন করতে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। জামায়াতে ইসলামীর প্রতিটি নেতা কর্মী সহযোগী ও সমর্থক দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আজ শনিবার (১৫ মার্চ) টঙ্গী পশ্চিম থানা জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া। সঞ্চালনা করেন থানা সেক্রেটারি অধ্যাপক মোঃ আতিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানার নায়েবে আমির মোঃ সানাউল্লাহ, ৫৪ নং ওয়ার্ডে জামায়াতের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মোঃ নেয়ামত উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শতাধিক পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়। বিকাল ৩টা ৩০ মিনিটে দারুল ইসলাম ট্রাস্টের টঙ্গী পশ্চিম থানা অফিস কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী নেতারা বলেন, দলের নেতারা ভবিষ্যতে সংসদ সদস্য, মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং দেশ ও জাতির কল্যাণে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবেন। সুতরাং সকল নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
Discussion about this post