জুলফিকার আলী জুয়েল : গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক বিশাল গণইফতার মাহফিলের আয়োজন করা হয়।
১৪ মার্চ, শুক্রবার, কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রায় দুই হাজার রোজাদারের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি আলহাজ শওকত হোসেন সরকার। কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ বাবুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই ইফতার মাহফিলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
আয়োজকরা জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁরা মহান আল্লাহর দরবারে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতার জন্য বিশেষ দোয়া করেন।
এ সময় বক্তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির চলমান আন্দোলন-সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন এবং দলীয় ঐক্য বজায় রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।
Discussion about this post