স্টাফ রিপোর্টার :: “সেবাই আমাদের লক্ষ্য” এই স্লোগানকে সামে রেখে গাজীপুর মহানগরীর টঙ্গীতে এক ঝাঁক তরুণ সাংবাদিক ও স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত সেবামূলক প্রতিষ্ঠান টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর তিতাস গ্যাস রোড এলাকায় সংগঠনের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আল আমিন হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ রাজিবের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর মোল্লা, সাবেক প্রধান উপদেষ্টা অমল চন্দ্র ঘোষ, উপদেষ্টা মনসুর আহমেদ, তরিকুল ইসলাম, সাবেক সভাপতি সুজন সারোয়ার, সহ-সভাপতি মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মুনসুর শেখ, অর্থ সম্পাদক নুরুজ্জামান শেখ, প্রচার ও দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, টিটন কুমার ঘোস, নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ। এ সময় সংগঠনের সাফল্য ও উন্নতি কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আব্দুল্লাহ আল হাতেম।
Discussion about this post