নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ) দিনগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১৩ মার্চ) দিনগত রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নগরীর বিভিন্ন থানা পুলিশ। আজ শুক্রবার (১৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
সিএমপি জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী, অপরাধের সহযোগী ও অবৈধ অস্ত্রধারী রয়েছেন। তাদের বিরুদ্ধে এক বা একাধিক মামলা রয়েছে।
গ্রেফতাররা হলো, ডবলমুরিং থানার আসামি মো. রুবেল (৩৪), মো. রমজান আলী (২৮), আব্দুল মালেক (২৪), জীবন চক্রবর্তী (২১), টুটুল মিয়া (২৪), মো. ইয়াসিন (২০), মো. সোহেল (২২), মো. সুমন (২৫), মো. সুমন (৩০), আদিত্য শীল নিলয় (১৯), মো. রানা (৩৪), বায়েজিদ বোস্তামী থানার আসামি মো. শহীদুল ইসলাম শহীদ (২২), আহসান হাবীব (২০), মো. রেজাউল ওরফে রুম্মান (২০), মো. সানি (২২), হালিশহর থানার আসামি ফয়সাল আবছার জিসান (৩৫), মো. সাব্বির হোসেন (১৯), বাকলিয়া থানার আসামি মো আনিসুর রহমান ওরফে শাওন (৩৩), সালসাবিলনুর আজাদ শিবলী (১৯), আমির খসরু (২৪), জাহাঙ্গীর আলম (২৬), সদরঘাট থানার আসামি সদরঘাট ঘাট ও গুদাম শ্রমিকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন ওরফে মনির চৌকিদার (৪২), মো. জসীম ওরফে তিল্লি জসিম (৪৪), বন্দর থানার আসামি মো. সাইফুর রহমান (৪৪), চকবাজার থানার আসামি মো. আবু বক্কর (২৮), কর্ণফুলী থানার আসামি শিকলবাহা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ (৫০), পাঁচলাইশ থানার আসামি বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মো. সেকান্দার আলম বাবর (৪৫), চান্দগাঁও থানার আসামি মো. আকরাম হোসেন (২৪), মো. নজরুল ইসলাম (৪০), মো. রফিকুল ইসলাম (৪২), মেঘা আক্তার (১৯), জেসমিন আক্তার (২৪), মো. রায়হান (২১), মো. সাকিব (২২), রাশিদ শাহরিয়ার (১৯), লাভলু দাস (৩৯), মো. মোজাম্মল হক নাঈম (১৯), আকবরশাহ থানার আসামি সাকিব ওরফে কাউছার আহম্মেদ সাকিব (২২), মো. রাজু (২৫), পাহাড়তলী থানার আসামি মো. শেখ ফরিদ (৩৬), মো. ওয়াহিদুল ইসলাম (৩৪), মো. জহিরুল ইসলাম (৪০), কোতোয়ালি থানার আসামি মো. মুরাদ (৪৫), মো. গিয়াস উদ্দিন (৩২), নজরুল ইসলাম ওরফে সোহাগ (৩১), মো. সোহেল রানা বাটু সোহেল (৩০), সবুজ বর্ধন (৪২), ইপিজেড থানার আসামি নীরব হোসেন শাকিল (২২), খুলশী থানার আসামি মো. সেলিম (৪৫) এবং পতেঙ্গা থানার আসামি মো. সবুজ (২৯)।
Discussion about this post