নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামে প্লাস্টিক দিলেই মিলছে নিত্যপণ্য। ক্লিন বাংলাদেশ’এর উদ্যোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার বুথ চালু করা হয়েছে। এ বুথে প্লাস্টিক ও পলিথিন জমা দিলে তার বিনিময়ে মিলছে ছোলা, খেজুর, চিড়া, আলু, পেঁয়াজ, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। আজ শুক্রবার (১৪ মার্চ) নগরীর কাজির দেউরি কাঁচাবাজারে কর্নারের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এর আগে নগরীর চকবাজার, বহদ্দারহাট, আগ্রাবাদ কাঁচাবাজারে এমন বুথ খোলা হয়েছিল।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি, নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ আলম, বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ আবু ফয়েজ ও যুগ্ম সম্পাদক মুহাম্মদ ইসাক, ক্লিন বাংলাদেশ’এর প্রতিষ্ঠাতা শওকত হোসেন জনি ও সাধারণ সম্পাদক তানভীর রিসাত প্রমুখ।
Discussion about this post