স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে গাছা থানার ঝাজড় এলাকায় ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। মারাত্মক আহত হয়েও ছাড়েননি ছিনতাইকারীকে। পরে কন্সটেবলকে মূমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে ঝাজড় এলাকায় অভিযানে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঝাজড় এলাকায় অভিযানে যায় পুলিশের একটি পেট্রোল টিম। ছিনতাইকারীদের ধরতে গেলে, পুলিশের ওপর হামলা চালায় তারা। এলোপাথাড়ি ছুরিকাঘাত করে কনস্টেবল মোস্তাককে। তবুও ছাড়েননি ছিনতাইকারী মনিরকে। পরে আরও দুইজনসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান জানান, আহত কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক। গ্রেফতারদের মধ্যে মনির মাদক, হত্যা, ডাকাতি ও ছিনতাইসহ ১২টি মামলার আসামি। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Discussion about this post