স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে বিএনপি গণইফতার মাহফিলের আয়োজন করে। বৃহস্পতিবার বিকালে নগরীর প্রাণকেন্দ্র ২৮ নম্বর ওয়ার্ডের উত্তর রাজবাড়িতে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার।
মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালামের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম ইমরান রেজার সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন- সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র বিএনপি নেতা হাসান আজমল ভূঁইয়া, গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট মোস্তফা কামাল, মহানগর বিএনপি নেতা রায়হান আহমেদ হৃদয়, মহানগর কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ময়জুদ্দিন তালুকদার, জিএস নিনা মোস্তফা, বৃহত্তর জয়দেবপুর বাজার কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা প্রমুখ।
অপরদিকে ঐতিহাসিক রাজবাড়ী মাঠে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার এবং প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করীম রনি।
সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নাছির উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য দেন- মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মীর হালিমুজ্জামান ননী, সদর মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, বিএনপি নেতা আকম মোফাজ্জল হোসেন চেয়ারম্যান, জিএস রুকনূজ্জামান সরকার উজ্জ্বল, চৌধুরী কামরুল ইসলাম, হাজী শেখ লিটন প্রমুখ।
Discussion about this post