আল আমিন, নাটোর প্রতিনিধি :-ধর্ষনের শিকার শিশু আছিয়ার মৃত্যর প্রতিবাদে নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধার পর শহরের মাদ্রাসা মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে
এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক শিশির মাহামুদ,সিনিয়র যুগ্ন আহবায়ক ফাহাদ ইবনে জাহিদ,মুখপাত্র মাহাফুজা রাহাত বুশরা, সিনিয়র মুখ্য সংগঠক রবিন আহম্মেদ,
মিত্তিকা শেখ সহ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন শিশু আছিয়াকে যারা ধর্ষন করেছে তারা সবাই জেল হাজতেই আছে তাই তাদের ৪৮ ঘন্টার ভিতর ফাঁসি কার্যকরের দাবী জানান,তা না হলে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে ছাত্র সমাজ।
বিক্ষোভ শেষে তারা মাদ্রাসা মোড়ে ১৫ মিনিট রাস্তায় অবস্থান করে এতে দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। তারা রাস্তা থেকে সরে হেরে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রসঙ্গত, গত ৫ মার্চ মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। ৬ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দুপুরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থা আরও অবনতি হলে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং গত ৮ মার্চ সিএমএইচে ভর্তি করা হয় শিশুটিকে।
ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বৃহস্পতিবার দুপুর ১টায় সিএমএইচয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে আছিয়া। ‘বাংলাদেশ আর্মি’ ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
Discussion about this post