জুলফিকার আলী জুয়েল: গাজীপুর মহানগরীর ২২ নং ওয়ার্ড এর যুবলীগ নেতা রাসেল মোল্লা ও তার পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি জবরদখল সহ হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেন ৬৭ বছর বয়সী রাহেলা বেগম।
১৩/০৩/২০২৫ বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে রাহেলা বেগম অভিযোগ করেন যে রাসেল মোল্লা আমার কাছ থেকে ২০১৭ সালে বাড়ি নির্মাণ বাবদ আমাকে বিভিন্ন হুমকি দিয়ে ২ লক্ষ টাকা চাঁদা আদায় করে,
এখন আবার নতুন করে তিন লক্ষ টাকা চাঁদা দাবী করিলে আমি চাঁদা প্রদানে অপারগতা প্রকাশ করিলে আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করার কারণে আমি সাংবাদিকদের মাধ্যমে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করছি।
Discussion about this post