নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:: শিল্পখাত সংশ্লিষ্ট ও শ্রমিকদের উদ্দেশ্যে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, ‘আপনারা কোনো গুজবে কান দিবেন না। নিজ কর্মস্থলের ক্ষতি করবেন না। ভাঙচুর করে নিজেদের প্রিয় কর্মস্থলের কোনো ধরনের ক্ষতি হতে দিবেন না। আমরা দেখেছি গুজব ছড়ানোর কারণে অনিয়মতান্ত্রিক ধ্বংসাত্মক কার্যক্রম চালানো হয়। যদি এরকম গুজব ছড়িয়ে ভাঙচুর চালানো হয় তাহলে আমরা প্রত্যেকটি ক্ষেত্রে যারা এরকম ধ্বংস করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। কোনোভাবেই রাস্তা অবরোধের মতো জনদুর্ভোগ সৃষ্টিকারী কোনো কাজ করা যাবে না।’ আজ বৃহস্পতিবার গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত শিল্প পুলিশের বিশেষ কল্যাণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি। এর আগে শিল্প পুলিশ সদস্যদের অংশগ্রহণে এক বিশেষ কল্যাণ সভায় অংশ নেন আইজিপি।
সমাজের সকলের প্রতি আহ্বান জানিয়ে আইজিপি বলেন, ‘আপনারা পুলিশকে সহায়তা করুন। কাজের পরিবেশ তৈরি করুন, পুলিশকে প্রতিপক্ষ ভাববেন না। পুলিশের প্রতি আক্রমণ করবেন না। আইন ও সংবিধানের প্রতি সম্মান প্রদর্শন করুন। দেশ গঠনে, আমাদেরকে দেশের সেবা করার সুযোগ দিন।’
আইজিপি বাহারুল আলম বলেন, ‘বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এখানে যাদের স্বার্থে আঘাত লেগেছে বা সংক্ষুব্ধ তারা চাইছে যেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়, প্রশাসন ব্যর্থ হয়। কিন্তু তাদেরকে প্রতিহত করাই আমাদের কাজ। সেজন্যেই আমরা আছি। শান্তি-শৃঙ্খলা যেন বজায় থাকে।’
তিনি বলেন, ‘ঈদের ছুটিতে ঢাকা থেকে লক্ষ লক্ষ মানুষ বইড়তে যাবেন। তাদের এই আনন্দ যাত্রায় যেন বিঘ্ন না ঘটে তার জন্য শিল্প পুলিশ, ট্রাফিক পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শ্রমিক ভাই-বোনদের প্রতি আমার অনুরোধ আপনারা দাবি আদায়ের জন্য রাস্তা আটকাবেন না। তাহলে লক্ষ লক্ষ মানুষের দুর্ভোগের কারণ তৈরি হবে। আপনারা তাদের বছরের একটি আনন্দ যাত্রায় বিঘ্ন হয়ে দাঁড়াবেন না। এ ধরনের কার্যকলাপ যেই করবেন, আমরা এ বিষয়ে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর পদক্ষেপ নিব।’
ঈদযাত্রায় বিপুল সংখ্যক মানুষ শহর ছাড়েন উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষের সম্পত্তি, বাসা বাড়িতে চুরি, ছিনতাই, ডাকাতি রোধের জন্য সারা দেশে বিশেষ নজরদারি থাকবে। তারপরও প্রত্যেকে যারা বাড়ি-ঘরে তালা দিয়ে বাইরে যাচ্ছেন তারাও সতর্ক থাকবেন, সমস্ত প্রস্তুতি নিয়ে যাবেন।’
বিশেষ কল্যাণ সভায় আইজিপি বলেন, ‘সরকারি কর্মকর্তা হিসেবে পুলিশের কোনো রাজনৈতিক আনুগত্য নেই। আমি বিএনপি, আওয়ামী লীগ বুঝি না। ৫ আগস্টের আগে রাজনৈতিক আনুগত্যের জন্য পুরো পুলিশ কলঙ্কিত হয়েছে। এটা করে পুলিশ মানুষের বিরুদ্ধে গেছে। কিছু লোকের উচ্চাভিলাষ, অন্ধ ও অন্যায় আনুগত্যের জন্য এটা হয়েছে। তাদের ভুলের জন্য কাজ করতে গিয়ে পুলিশকে মরতে হয়েছে। এই দায়ভারটা যিনি জীবন দিয়েছেন তার তো নয়। এই দায়ভার যিনি অর্ডার করেছেন তার, তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। এটা আমি বিশ্বাস করি, যারা এ অন্যায় করেছেন তাদের অবশ্যই শাস্তি পেতে হবে, যিনি বাধ্য হয়ে এই কাজটা করেছেন আমার বিশ্বাস আদালত থেকে তিনি ন্যায়বিচার পাবেন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজি) মো. ছিবগাত উল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি ইসরাইল হাওলাদার, ডিআইজি আবু কালাম সিদ্দিক, গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, বিজিএমইএ এর প্রশাসক মো. আনোয়ার হোসেন প্রমুখ।
Discussion about this post