নিজস্ব প্রতিবেদক :: ঝিনাইদহে হরিণাকুণ্ডুতে চকোলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইমরান পোলতাডাঙ্গা গ্রামের রেজাউল খন্দকারের ছেলে। ঝিনাইদহের পুলিশ সুপার মো. মঞ্জুর মোর্শেদ বলেন, ‘মামলা করার সাত ঘণ্টার মধ্যে ওই ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
তিনি আরো বলেন, ‘বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে এ ধরনের ঘটনা ঘটেছে। তাই আমাদের পক্ষ থেকে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে ধর্ষণবিরোধী প্রচারণা চালানো হচ্ছে। গত ২৭ ফেব্রুয়ারি ইমরান হোসেন নামের এক রাজমিস্ত্রির সহকারী ওই শিশুকে চকোলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। কয়েক দিন পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে ধর্ষণের শিকার ওই শিশুকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার ১১ দিন পর সোমবার সকালে ভুক্তভোগীর মা হরিণাকুণ্ডু থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা করেন।
Discussion about this post