আল আমিন, নাটোর প্রতিনিধি :-মাগুরায় শিশু সহ সারা দেশে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে নাটোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদল নাটোর জেলা শাখা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা এগারোটার দিকে নাটোরের নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজের মুল ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন. ধর্ষকের বিচকরের জন্য ৬মাস নির্ধারণ করা হয়েছে। ৬মাস নয়’ আগামী সাত দিনের মধ্যে আছিয়ার ধর্ষকদের বিচার করতে হবে। এছাড়া নারীদের নিরাপত্তা দিতে না পারলে স্বরাষ্ট্র উপদেস্টার পদত্যাগও দাবী করা মানববন্ধন থেকে।
অপরিদেক সারা দেশে ধর্ষনের প্রতিবাদে মিছিল করেছে বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলন।
নাটোর প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
Discussion about this post